শেখ রাসেল অনূর্র্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্টের ১০ একাডেমি চূড়ান্ত

| বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের আয়োজনে শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট শীঘ্রই শুরু হতে যাচ্ছে। ১৫ আগস্টের ১০ জন শহীদের নামে নামকরন করা হয়েছে দশটি দলের। প্রতি গ্রুপে ৫টি করে দল নিয়ে ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলাগুলো এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেওয়া একাডেমিগুলো হলো আফতাব আহমদ ক্রিকেট একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চিটাগাং ক্রিকেট একাডেমি, ইস্পাহানী ক্রিকেট একাডেমি, জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি, মাদারবাড়ী শোভনীয় ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট, এসএস ক্রিকেট একাডেমি এবং উদীয়মান ক্রিকেট একাডেমি। প্রতিটি একাডেমিকে করোনা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। টুর্নামেন্টের ফিকশ্চার আগামী সাত দিনের মধ্যে জানানো হবে। সকল একাডেমিকে তাদের ক্লাব পতাকা মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগে জমা দিতে অনুরোধ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফাইজারের টিকা নিয়ে যা জানা দরকার
পরবর্তী নিবন্ধসালমার প্রশংসায় মান্ধানা