বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামীকাল ২ জানুয়ারী হতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্–২০২৩ এর আন্তঃউপজেলা পর্যায়ের খেলা শুরু হচ্ছে। গেমস্ এর খেলা শুরুর প্রাক্কালে গতকাল এক সংবাদ সম্মেলন সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস সহ সভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্–২০২৩ এর আন্তঃউপজেলা পর্ব চট্টগ্রামের কো–অর্ডিনেটর মো. হাফিজুর রহমান। তিনি জানান আগামীকাল ২ জানুয়ারী হতে ৪ মার্চ পর্যন্ত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্–এর খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আন্তঃ উপজেলা, দ্বিতীয় পর্বে আন্তঃজেলার খেলাগুলোর পরে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় যে সব তরুণ–তরুণী ০২ জানুয়ারী ২০০৬ সালে অথবা তার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছে শুধু তারাই এ প্রতিযোগিতায় যোগ্য বলে বিবেচিত হবেন। বয়স সীমা যাচাইয়ের ক্ষেত্রে জন্ম সনদকে মূল ভিত্তি হিসেবে গণ্য করা হবে। এ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার পক্ষ হয়ে ৮টি ইভেন্টে ৩১৪ জন তরুণ এবং ১৬৪ জন তরুণীসহ সর্বমোট ৪৭৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। আন্তঃউপজেলা পর্বের খেলা শেষে সেরা খেলোয়াড়দের নিয়ে আন্তঃজেলা পর্বে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করা হবে। চট্টগ্রাম জেলার আওতাধীন সকল উপজেলাকে নিয়ে আন্তঃউপজেলা পর্বের খেলা আয়োজনের দায়িত্ব চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে দেয়া হয়। আগামীকাল ২ জানুয়ারি সকাল ১১ টায় চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে আন্তঃউপজেলা পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এতে প্রধান অতিথি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর বিশেষ অতিথি এবং সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন। চট্টগ্রামের ১৫টি উপজেলা গেমস্ এর ২৪টি ইভেন্টের মধ্যে ৮টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইভেন্টগুলো হচ্ছে : ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা, কারাতে, তায়কোয়ানডো, উশু। যে সব উপজেলা অংশ নেবে সেগুলো হচ্ছে : কর্ণফুলী, আনোয়ারা, হাটহাজারী, লোহাগাড়া, রাউজান, সাতকানিয়া, সীতাকুন্ড, ফটিকছড়ি, বোয়ালখালী, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, বাঁশখালী, মীরসরাই, সন্দ্বীপ। টেবিল টেনিস ৫ জানুয়ারি, কারাতে ৬ জানুয়ারি, ব্যাডমিন্টন ৭ জানুয়ারি, দাবা ৭ থেকে ৯ জানুয়ারী, হ্যান্ডবল ৮ জানুয়ারি, উশু ৮ জানুয়ারি, ফুটবল তরুণ ৭–৮ জানুয়ারি, ফুটবল তরুনী ৯–১০ জানুয়ারি, তায়কোয়ানডো ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো সিজেকেএস জিমনেশিয়াম, সিজেকেএস কনভেনশন হল, এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়কে ১,৫০০ টাকা ও রানার্স আপ দলের প্রত্যেক খেলোয়াড়কে ১,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। একইভাবে একক ইভেন্টে ১ম স্থান অর্জনকারীকে ১,৫০০ টাকা ও ২য় স্থান অর্জনকারীকে ১,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ প্রতিযোগিতা আয়োজনের জন্য চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে ৭,৭২,২০০ টাকা বরাদ্দ দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিডিএফএ এর সভাপতি এস এম শহীদুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম–সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, মোহাম্মদ শাহজাহান, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, তানভীর আহমেদ চৌধুরী, সাইফুল্লাহ চৌধুরী, মো. লুৎফুল করিম সোহেল, আলী হাসান রাজু, সাইফুল আলম বাপ্পি, মো. জাফর ইকবাল প্রমুখ।












