রোনালদোর নতুন ঠিকানা আল নাসর

| রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপ চলাকালেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আলনাসরে যোগ দিতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। দুই পক্ষের আলোচনার পর হয়ে গেছে চুক্তিও। ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিলেন সিআরসেভেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি।

প্রায় দেড় মাস ক্লাববিহীন থাকার পর ৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। এর আগে এই ক্লাবে খেলে কেউ এতো বড় অংক পাননি।

পূর্ববর্তী নিবন্ধপেলের মৃত্যুর খবর শোনেননি তার মা
পরবর্তী নিবন্ধশেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্‌ উপজেলা পর্যায়ের খেলা কাল শুরু