শূন্যতা

লাকী সেন | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

চারদিক ফাঁকা, শুধু হাহাকার,

শূন্যতায় ভরে গেছে

যেন সহস্র বছর।

আসা যাওয়ার পথে,

ছুঁয়েছে বিষাদের সুর

নেই কোনো সাড়া শূন্য ঘরে।

কতো কে ডাকে,

তবুও আসে না একটাও শব্দ

শূন্যতা দিকে দিকে।

কী করিবে হায়,

নিয়তি বড়ই নিষ্ঠুর

দগ্ধ হাওয়ার সুর।

কালের কণ্ঠে দীর্ঘনিশ্বাস,

হারিয়ে গেছে অটুট বিশ্বাস

তারপরও থেকে যায় আশ্বাস।

শূন্যতার বারান্দার,

আলো আবার জ্বলে উঠুক

ঘুচে যাক সমস্ত অন্ধকার।

পূর্ববর্তী নিবন্ধবায়না
পরবর্তী নিবন্ধআমার প্রাণের সখ্যতা