শূন্যতা

নিগার সুলতানা | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

আকাশে ভাসছে পেঁজা তুলো
সমুদ্র সৈকতে দুগ্ধ ফেনা।
চোখে আমার লোনা জল
মনে জাগে অতৃপ্ত বাসনা।
সূর্যোকারোজ্জ্বল নদীর কিনারে
খুঁজি তোমার মুখ,
বাতাসে তোমার গন্ধ শুঁকি,
তবুও তুমি কেন
এত অচেনা, এত সুদূর?
আকাশে জ্বলে ওঠে
থেমে থেমে ক্ষণবিদ্যুৎ,
বিচ্ছেদে বিরহে ছোটাছুটি করে মেঘদূত।
তুমি নাই, পাশে নাই
একটু দূরেও নাই,
হোঁচট খায় শুধু শূন্যতায়।
তবু্‌ও ডুবে আছে মনের ষষ্ঠ ইন্দ্রিয়
তোমাকে ভালোলাগার,
আর ভালোবাসার নিমগ্নতায়।

পূর্ববর্তী নিবন্ধসময় মানুষের শ্রেষ্ঠ শিক্ষক
পরবর্তী নিবন্ধমাদকের কবলে পথশিশু: দেখার কি কেউ নেই?