৮নং শুলকবহর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কর্তৃক মশক নিধন ওষুধ ছিটানো কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার সকালে ওয়ার্ডের হাজী নূর আহম্মদ সড়কস্থ আলফালাহ হাউজিং সোসাইটিতে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম উপস্থিত থেকে পরিচালনা করেন কাউন্সিলর মোঃ মোরশেদ আলম। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আলফালাহ হাঃ/সোঃ সভাপতি এস.এম একরামুল আজিম সুইম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা এস.এম.আলম, সমাজসেবক হোসেন মোহাম্মদ নিয়াজী, আইয়ুব পাশা বাবুল, জাফর আহমদ, মোরশেদুল আহমেদ চৌধুরী, মোঃ মাসুদুর রহমান, মনিরুল ইসলাম জাবেদ, ওয়াহিদুল আলম লাভলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইকবাল হোসেন, ফয়সাল শাহদাত রিয়াদ, মোঃ জয়নাল, সাইফুল্লাহ রাসেল, মোঃ শাহদাত হোসেন, মোঃ বদরুল, খলিলুর রহমান, মোঃ সালাউদ্দিন,মোঃ মাহবুব আলম, জিয়াউদ্দিন শিবলু, ইসতিয়াক বাপ্পি, শামস বাপ্পি, মোঃ টিটু, শাকিল আহমেদ, মিঠুসহ প্রমুখ।
এসময় কাউন্সিলর মোঃ মোরশেদ আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পুরো ওয়ার্ডেই মশার লার্ভা ধ্বংসকারী লার্ভিসাইড ও এডাল্টিসাইড ছিটানো হচ্ছে। কিন্তু চ.সি.ক–এর মশার ঔষধ ছিটানোর পাশাপাশি ওয়ার্ডবাসীর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ হতে সুরক্ষিত থাকতে নিজেদের সচেতনতার কোন বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ বাসা ও আঙ্গিনা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখলে এবং কোন স্থানে বা পাত্রে পানি জমে থাকলে তা দ্রুত ফেলে দিলে মশার বংশবিস্তার রোধ হবে। এতে মশার উপদ্রব কমবে এবং ঔষধের কার্যকারীতাও বৃদ্ধি পাবে। প্রেস বিজ্ঞপ্তি।












