শুলকবহরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৯:১৭ পূর্বাহ্ণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু।

গতকাল বুধবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলর মোরশেদ আলম বলেন, বঙ্গবন্ধু হত্যার পর বহির্বিশ্বে বাংলাদেশ বলতে দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি ছিল। সেসময়টিতে শেখ হাসিনা জনগণের ভাগ্যোন্নয়নে হাল ধরেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে।

এসময় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এরশাদউল্লাহ মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন আতিকুর রহমান, নুরুল আনোয়ার, কমল বড়ুয়া, নাজমুল আহসান, জসিম উদ্দিন খোন্দকার, আবু বক্কর চৌধুরী, আকতার ফারুক, কফিল উদ্দিন খোকন, তৌহিদুল আনোয়ার সেন্টু, শাখাওয়াত হোসেন স্বপন, আবুল বশর, আবু তাহের, সাইফুল ইসলাম, এস এম ওয়াজেদ, জাহেদুল আলম, সোহেল রানা, খোরশেদ আলম বাসেদ, নুরুল আলম, আজিজুল্লাহ, মো. সায়েম, আরফাতুল মান্নান ঝিনুক, শফিকুল হাসান রিপন, সজীব চৌধুরী, নেজামউদ্দৌলা, রেজাউল করিম খোকন, শাহ মিজান, মাঈনুদ্দিন মানিক, মো. রাহাত, মো. নাছির, মো. সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শেই আমরা দেশকে এগিয়ে নেব : পেয়ারুল ইসলাম
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শোক দিবস পালন