বাউলিয়ানা–২০২৫’। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’–প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকরা। প্রতিবারের মতো এবারও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং সান ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করছে মাছরাঙা টেলিভিশন। বেসরকারি এই টেলিভিশন চ্যানেলটিতেই প্রতিযোগিতা অনুষ্ঠান সমপ্রচার করা হবে। পাশাপাশি এবারের আসরে ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং ওয়ারড্রোব পার্টনার হিসেবে রয়েছে বিশ্বরঙ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাঈদ, মিডিয়াকম লিমিটেডের সিইও এবং মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় কুমার কুণ্ডু ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। এ ছাড়া এবারের আসরের বিচারক হিসেবে ছিলেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি।
আয়োজকরা জানান, অডিশন পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবেন গ্রুমিং সেশন এবং মাস্টার সিলেকশনে, যেখান থেকে বাছাই করা প্রতিভারাই সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে পারফর্ম করার। পুরো শোটি সমপ্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে, যার চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত হবে একটি জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে। প্রেস বিজ্ঞপ্তি।