শুভেচ্ছা জননেত্রী

শ্রাবন্তী বড়ুয়া নীপা | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সোনার বাংলা গড়ার স্বপ্নে
বিভোর ছিলেন তিনি,
বাংলার বুকে আজো বাজে সেই
বজ্র কণ্ঠের প্রতিধ্বনি।

জাতির পিতার অসমাপ্ত
স্বপ্ন পূরণ করতে,
কন্যা তাঁহার এলেন এগিয়ে
দেশের হাল ধরতে।

সুযোগ্য নেত্রীত্বে তাঁর
যাচ্ছে এগিয়ে দেশ,
বিশ্বের রোলমডেল এখন
আমার বাংলাদেশ।

সমৃদ্ধির স্বর্ণ শিখরে
পৌঁছে দিতে দেশকে,
দিবারাত্রি করছেন কাজ
অবিচল তিনি লক্ষ্যে।

নারী শিক্ষার উন্নয়ন ও
নারীর ক্ষমতায়নে,
এগিয়ে যাচ্ছে বাংলার নারী
শিক্ষা, মেধা ও মননে।

জন্মদিনের শুভলগ্নে
অশেষ শুভকামনা,
কর্মময় দীর্ঘ জীবন লভুক
প্রিয় নেত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধবালিকা উড়াবে না আঁচল
পরবর্তী নিবন্ধভালোবাসি ভালোবাসি