জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২১ উপলক্ষে কক্সবাজার জেলার আট উপজেলার মধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসাথে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রাখায় জেলার উপজেলা পর্যায়ের ৪ থেকে ১০ গ্রেডভুক্ত কর্মকর্তাদের মধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় এই সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার কঙবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে কঙবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ এই পুরষ্কার তুলে দেন ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের হাতে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন।












