রাঙ্গুনিয়ায় বসতঘরে হাতির আক্রমণে ইয়াছমিন আক্তার নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার মা-বাবাও গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন জয়নগর মাতব্বরটিলা এলাকার মো. আবুল হাসেম (৫৫) এবং তার স্ত্রী সাপিয়া আক্তার (৪৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, রাতে ১০-১২টি বন্যহাতির একটি পাল জয়নগরের মাতব্বরটিলা এলাকায় আসে। এ সময় দুটি হাতি লোকালয়ে প্রবেশ করে আবুল হাসেমের কাঁচা ঘরে আক্রমণ করে। হাতি আতংকে ঘর থেকে তারা পালাতে গেলে হাতির মুখোমুখি হয় শিশু ইয়াছমিন ও তার মা-বাবা। এ সময় হাতিটি শুঁড়ে তুলে শিশু ইয়াছমিনকে আছাড় দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। হাতির শুঁড়ের আঘাতে গুরুতর আহত হয় ইয়াছমিনের মা ও বাবা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে হাতির পালটি এলাকায় আনাগোনা করছিল। কয়েকদিন আগে হাতির পালটিকে লোকালয় থেকে বনের দিকে তাড়িয়ে দেয়া হয়েছিল।