ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রধান নেতা আবু আল–হাসান আল–হাশমি আল–কুরাইশির মারা যাওয়ার স্বীকারোক্তি দিয়ে তার মৃত্যুর খবর ঘোষণা করেছে। গত মার্চ মাসে কুরাইশিকে আইএস এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বুধবার আইএস এর গণমাধ্যম শাখা আল–ফুরকানের প্রকাশিত এক অডিও বার্তায় কুরাইশির মৃত্যুর ঘোষণা দেন গোষ্ঠীটির মুখপাত্র আবু ওমর আল–মুহাজের। বার্তায় তিনি বলেন, আমি ইসলামিক স্টেটের যোদ্ধা, বিশ্বাসীদের আমির এবং মুসলিমদের খলিফা আবু আল–হাসান আল–হাশমি আল–কুরাইশি আর নেই বলে ঘোষণা করছি এবং শোক জানাচ্ছি। খবর বিডিনিউজের।
তিনি আল্লাহর শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। তবে কারা কুরাইশিকে হত্যা করেছে এবং কখন করেছে তা বার্তায় স্পষ্ট করে জানানো হয়নি বলে জানিয়েছে সিএনএন। আইএস এর নতুন প্রধানের নামও ঘোষণা করা হয়েছে বার্তায়। এই জঙ্গি নেতার নাম আবু আল–হুসাইন আল–হুসাইনি আল–কুরাইশি। তিনি তেমন সুপরিচিত নন। তবে আইএস আল–হুসাইনকে পুরোনো যোদ্ধা বলে বর্ণনা করেছে।
গত ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক হামলায় নিহত হন আইএস প্রধান আবু ইব্রাহিম–আল–হাশমি–আল–কুরাইশি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই জঙ্গি নেতার মৃত্যুর খবর ঘোষণা করেছিলেন। এরপরই মার্চে আইএস এর প্রধান নিযুক্ত হয়েছিলেন আবু আল–হাসান–আল– হাশমি–আল–কুরাইশি। এবার তারও মৃত্যু হল।