শীর্ষ নেতার মৃত্যুর ঘোষণা, নতুন নেতার নাম জানাল আইএস

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

ইসলামিক স্টেট (আইএস) তাদের প্রধান নেতা আবু আলহাসান আলহাশমি আলকুরাইশির মারা যাওয়ার স্বীকারোক্তি দিয়ে তার মৃত্যুর খবর ঘোষণা করেছে। গত মার্চ মাসে কুরাইশিকে আইএস এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। বুধবার আইএস এর গণমাধ্যম শাখা আলফুরকানের প্রকাশিত এক অডিও বার্তায় কুরাইশির মৃত্যুর ঘোষণা দেন গোষ্ঠীটির মুখপাত্র আবু ওমর আলমুহাজের। বার্তায় তিনি বলেন, আমি ইসলামিক স্টেটের যোদ্ধা, বিশ্বাসীদের আমির এবং মুসলিমদের খলিফা আবু আলহাসান আলহাশমি আলকুরাইশি আর নেই বলে ঘোষণা করছি এবং শোক জানাচ্ছি। খবর বিডিনিউজের।

তিনি আল্লাহর শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। তবে কারা কুরাইশিকে হত্যা করেছে এবং কখন করেছে তা বার্তায় স্পষ্ট করে জানানো হয়নি বলে জানিয়েছে সিএনএন। আইএস এর নতুন প্রধানের নামও ঘোষণা করা হয়েছে বার্তায়। এই জঙ্গি নেতার নাম আবু আলহুসাইন আলহুসাইনি আলকুরাইশি। তিনি তেমন সুপরিচিত নন। তবে আইএস আলহুসাইনকে পুরোনো যোদ্ধা বলে বর্ণনা করেছে।

গত ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সামরিক হামলায় নিহত হন আইএস প্রধান আবু ইব্রাহিমআলহাশমিআলকুরাইশি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই জঙ্গি নেতার মৃত্যুর খবর ঘোষণা করেছিলেন। এরপরই মার্চে আইএস এর প্রধান নিযুক্ত হয়েছিলেন আবু আলহাসানআলহাশমিআলকুরাইশি। এবার তারও মৃত্যু হল।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভের মুখে কোভিড বিধিনিষেধ শিথিল করছে চীন
পরবর্তী নিবন্ধএক বাবার গল্প