শীত সকালে ঘোরাঘুরি মোঃ রাজিব হুমায়ুন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ শীত সকালে হিম বাতাসে চাদর মুড়ি দিয়ে- হাঁটেন দাদা নিয়মিত নাতনি কোলে নিয়ে। শিশিরভেজা ঘাসের ডগা অবাক হয়ে দেখে, কেমন করে ঘোরেন তারা লেপের আদর রেখে? বলেন দাদা নাতনি শোনো বটতলাতে যাবো, সেথায় গিয়ে দুজন মিলে ভাপা পিঠা খাবো।