শীত বুড়ি এসেছে পারভীন আকতার | শুক্রবার , ১৩ জানুয়ারি, ২০২৩ at ৯:৫৫ পূর্বাহ্ণ শীত বুড়ি পাঁক করছে কতো জাতের শীত! মাঘের শীতে বাঘ ডাকে শীত নামে তিত তিত। কম্বল ঠান্ডা নাছোড়বান্দা শীত বুড়ি গায় গীত! আপাদমস্তক মুড়িয়ে রাখি হিম হিম ঠান্ডা নীদ! আউশ ধানে নাড়া পুড়িয়ে কতো খেয়েছি খৈই, মৃদু আগুনে হাত পেতেছি আহা!উষ্ণ আমেজ হৈহৈ।