শীত গিরগির, শীত গিরগির,
পারছি না আর সইতে,
ইচ্ছে আরো লেপের নিচে,
একটুখানি রইতে।
হাড় কনকন, হাড় কনকন,
লাগছে ব্যথা বেশ,
শীত পোশাকে রোদের তা’য়ে
সকল কষ্ট শেষ।
হাত ঝিনঝিন, পা ঝিনঝিন,
গা টানটান ভাব,
কুসুম গরম পানির স্নানে,
শীত বলে বাপবাপ।
ভাব ওমওম, ভাব ওমওম,
কাঁথায় জড়াই বুক,
খেজুর রস আর ভাপা পিঠায়,
পাই যে ভারি সুখ।
শীত হিমহিম, শীত হিমহিম,
যতোই লাগুক গা’য়ে,
এক নিমিষেই দূর হয়ে যায়,
গরম গরম চা’য়ে।