জ্যোৎস্না চুইয়ে শিশির ঝরে নারকেলের পাতায়
শীত জমে গেলো আমাদের শহরে।
পৌষী শীতের হিমে বাহারি চাদরে
সম্মুখে আদিগন্ত কুয়াশার চাদর
পায়ে পায়ে সবুজ শীতল স্পর্শ
কুড়ানো শিউলির সোনালী মোহে।
উত্তরের হাওয়ায় অনুরাগের ঢেউ
ঝরা পাতার উদাস চলার শিন্জনে
ক্রমশ গাঢ় নিবিড় অন্ধকারে
সবুজ আলোয় জোনাকি পথের ধারে।
কুয়াশার আবেগ জড়ানো শীতে
জানলার ঝাপসা কাঁচে
শিশিরের নিঃশব্দ পতন
আলস্যে ভরা সুদীর্ঘ রাতে।
মাঘ নিশীথ জারের তীব্রতায়
ফুটপাতে হি হি কাঁপতে থাকা দুঃখী মানুষ
ত্রাণের আকুতি একটু প্রাণের উষ্ণতায়।
কুহেলি ঘোমটা পরা চরাচর
পাহাড়গুলো রিক্ত হস্ত স্থির অবিচল
মৌন মুনি।