শীত আনে

অপু চৌধুরী | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

শাপলা শালুকে ভরে গেছে ঝিল
শুকিয়ে এসেছে জল
ডাহুকের ছানা মেলে দিয়ে ডানা
করে শুধু কোলাহল।

দস্যিরা মিলে অই বিলে ঝিলে
উঠাতে শাপলা কলি
কাদা মেখে গায়ে চড়ে ভেলা-নায়ে
করে কতো দলাদলি !

মাছরাঙা ওড়ে, বক ধ্যান করে
পানকৌড়ি দেয় ডুব
ঝিল জলে থাকা রূপা রঙ মাখা
মাছগুলো থাকে চুপ।

সাঁঝ হলে পরে ঝিলের ওপরে
কুয়াশারা দেয় হানা
কৃষাণ বধূরা এক সাথে মিলে
করে নেয় ধান ভানা।

ঝিলের অদূরে অই ঝোপেঝাড়ে
যখনি সন্ধ্যা নামে
মিটিমিটি করে জোনাক পোকারা
শীত পুরে আনে খামে।

পূর্ববর্তী নিবন্ধপড়ন্ত এ বেলায়
পরবর্তী নিবন্ধপ্রকৃতির অন্তরঙ্গতা