শীতে সংক্রমণ মোকাবেলায় রাউজানে প্রস্তুতি সভা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শীত মৌসুমে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ মোকাবেলায় কর্মপরিকল্পনা প্রণয়ন, মাস্ক, পরিধান নিশ্চিতকরণ, কোভিড-১৯ প্রতিরোধে করণীয় ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেম উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হয়দর চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ওয়াহাব। বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূর আলম দ্বীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। উপস্থিত ছিলেন চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, শিক্ষা কর্মকর্তা মুনিরুজ্জামান চৌধুরী, ফায়ার সার্ভিসের লিডার নেসার উদ্দিন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিঙন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, পৌরসভা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউসূফ খান, ওসমান গণি রানা, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচসিক প্রশাসককে ২০ হাজার মাস্ক দিল ক্লিফটন গ্রুপ
পরবর্তী নিবন্ধদেড় বছরেও দৃশ্যমান হয়নি দুটি সেতু