বক্ষ জুড়ে শীতের আবাহন
চোখে ঘুম নেই ;
মনে শান্তি নেই ;
রাত গভীর হতেই তাই টের পাচ্ছি –
জীবনের এক কম্পমান
স্বপ্নশরীরের ব্যথা!
দুধকুমার নদীর মতো
এমন উদ্বেলিত
শীতের ঠাণ্ডা অসুখ;
এই কল্পলোক …
জীবনে যেন কখনো দেখা হয়নিকো আর;
তাই বলে সোনালি সেই বসন্ত আসবে না আমার?







