চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগং ইস্টসহ চারটি ক্লাবের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কাপ্তাইয়ের বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও ওয়াজ্ঞাছরা চা–বাগান শ্রমিকদের মাঝে সাড়ে তিনশ (৩৫০) টি কম্বল বিতরণ করা হয়।
অন্য ক্লাবগুলো হচ্ছে–রোটারি ক্লাব অব মেট্রোপলিটন চিটাগং, রোটারি ক্লাব এনসিয়েন্ট চিটাগং, রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি। এসময় উপস্থিত ছিলেন–রোটারি ক্লাব অব চিটাগং ইস্টের রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান মো. শহীদুলাহ, রোটারি ক্লাব এনসিয়েন্ট চিটাগং প্রেসিডেন্ট এম এ মতিন, রোটারি ক্লাব চিটাগং মেরিন সিটির প্রেসিডেন্ট তাহিয়া কবির, রোটারি ক্লাব চট্টগ্রাম মেট্রোপলিটনের প্রেসিডেন্ট রোটারিয়ান, আফিয়া খাতুন মীরা এবং অন্যান্য সদস্যবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –ওয়াজ্ঞাছরা চা–বাগানের মালিক মোর্শেদুল আলম চৌধুরী, খোরশেদুল আলম চৌধুরী ও নাজিম উদ্দিন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।











