পৌষের রোদ মাখা দিনে
তুমি ছিলে সরিষার তেলের মতো লেপ্টে থাকা এক সুঘ্রাণ,
প্রয়োজন হয়নি কোন বিন্যস্ত চাদরে ওমের।
দুর্বিনীত এ শীতে বিক্ষিপ্ত কুয়াশার মতো আজ তুমি নির্বাসিত।
আমিও পরিযায়ী পাখির মতো অর্বাচীন ভোরে একাকী।
দেখো, শীতফুল ফুটেছে ঠোঁটে..
শিশির মোড়ানো বাহারী রঙের সবজি আর
রেশমি উলের উৎসব জমে উঠেছে।
আবছায়া ঘন কুয়াশার দূরত্বের ওপারে
মৌন ভাষায় মর্মগাথা এঁকে দেয় নিদ্রাতুর অভিমান।
শুধু অনুভবে জেগে থাকে…
উত্তরীয় পরিধেয় এক পরিতাপহীন মোহ।







