নগরীর ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক যুব সংগঠন সূর্য সাথীর উদ্যোগে পবিত্র ঈদ–উল–আযহা উপলক্ষে সংগঠনের ঈদ ও কোরবানি উৎসবের অন্যতম স্লোগান ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে, ছোট বড় নয় ভেদাভেদ আপন কিবা পরে’– প্রতিপাদ্যে এলাকার কোমলমতি শিশু, শ্রমজীবী নারী–পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে ঈদ উৎসবের আয়োজন করা হয়।
৩ জুলাই বাদে এশা বহদ্দারহাট বাদুরতলা হারেছ লেইনে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত ছিদ্দিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল পূর্বক হাফেজ আলী হোসেন নিশানের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে সম্মানিত উপদেষ্টা ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম, ইউনুছ চৌধুরী, হারুনুর রশিদ জাসেদ, আমিনুল ইসলাম, মশিউর রহমান কাঞ্চু, মো. জানে আলম, ইঞ্জি. আরিফ, আনোয়ার শাহ বাচ্ছু, কাশেম বিন বাদল, মোরশেদুল আলম, মামুন আবদুল্লাহ, মো. হারুন, মো. রাসেল, দৌলত হোসেন, আফরোজা ছিদ্দিকা, বিউটি ও মুন্নী ইসলাম। এতে সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম, আসাদ হাকিম মানসিব, আসিফুর রহমান, আমির মাহমুদ খসরু রাজু, রবিউল হোসেন, কামরুল হাসান, নুরুল আলম, মো. জাহেদুর রহমান, মতিউর রহমান মুন্না, আমির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত সকলে সূর্য সাথীর এ আয়োজনের ভূয়সী প্রশংসার পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান নিয়মিত রাখার পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












