বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের হত্যাকারীদের মধ্যে কয়েকজনের শাস্তি হয়েছে। বাকীরা এখনও পলাতক আছে। এদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের শিশু-কিশোরদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে শিশু-কিশোরদের মাঝে বেঁচে থাকবে শেখ রাসেল ।
গতকাল সোমবার সকালে শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সফলতা যেন কোনো অবস্থায় ব্যর্থ না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সংগঠনের চেইন অব কমান্ড আমাদের সবাইকে অবশ্যই মেনে চলতে হবে। কিছু ভুঁইফোড় সংগঠন আজকে ডালপালা মেলেছে। এদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। দলের আদর্শিক ত্যাগী নেতাকর্মীদের দলের নেতৃত্বে আনতে হবে। তাহলেই দল আরো শক্তিশালী হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মো. ইসহাক, কার্যনির্বাহী সদস্য আবুল মনছুর, বখতেয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, এড. কামাল উদ্দিন আহমেদ, পেয়ার মোহাম্মদ, আবদুল লতিফ টিপু, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোরশেদ আকতার চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের মো. ইয়াকুব, আলী নেওয়াজ। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জোবায়েরা নার্গিস খান, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, শহিদুল আলম, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের সাহাব উদ্দিন আহমেদ, ছিদ্দিক আলম, আনসারুল হক, অধ্যাপক আসলাম হোসেন, মো. মঈন উদ্দিন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, ইকবাল হাসান, আমিনুল হক রঞ্জু, ফয়জুল্লাহ বাহাদুর, আবু তৈয়ব ছিদ্দিকী, নাজিমুল ইসলাম মজুমদার, আবুল কাশেম, আবদুল মান্নান, আসিফ খান, জানে আলম, ইফতেখার আলম জাহেদ, লুৎফুল হক খুশি প্রমুখ। এর আগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল কবির।