বর্ণিল আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে শিশুসাহিত্যের রাজধানী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো শিশুসাহিত্য উৎসব। বাংলাদেশে শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী উৎসবে প্রাণের উচ্ছ্বাসে মিলিত হয়েছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে আগত শিশুসাহিত্যিকরা। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। শিশুসাহিত্যিক আসলাম সানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রহীম শাহ ও আনজীর লিটনের সংবর্ধনা অনুষ্ঠানে শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী বলেন, শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু আমাদের অহঙ্কারের বিষয়। গৌরবে উদ্দীপ্ত হওয়ার বিষয়। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল এই একুশটি বছর আমাদের বঙ্গবন্ধুবিহীন কাটাতে হয়েছে। এই একুশ বছর আমাদের শিশু কিশোররা বঙ্গবন্ধুকে জানতে পারেনি। তারা জানতে পারেনি বঙ্গবন্ধুর ত্যাগ ও এদেশের রক্তাক্ত ইতিহাসের কথা। ফলে বঙ্গবন্ধু ও দেশপ্রেমবিমুখ কিশোরদের মধ্যে গড়ে উঠেছে কিশোরগ্যাং। কিশোর প্রজন্মোর এই সংকট উত্তোরণে আমাদের শিশুসাহিত্যিকদের দায়িত্ব নিতে হবে। কারণ শিশু কিশোরদের মনে শুভবোধ জাগ্রত করতে পারে শিশুসাহিত্যিকরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে শিশুসাহিত্য একাডেমির পরিচালক কবি রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত শিশুসাহিত্যিক রহীম শাহ ও আনজীর লিটন। সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, সহযোগী ছিলেন শিমু রহমান।
গল্পকার বিপুল বড়ুয়া, সনজীব বড়ুয়া, দীপক বড়ুয়া, তপংকর চক্রবর্তী ও জসীম মেহবুবের সভাপতিত্বে তিনপর্বের স্বরচিত লেখাপাঠ, লেখক-পাঠক মুক্তকথা, বিষয়ভিত্তিক আলোচনা ও আড্ডায় অংশ নেন অনামিকা দত্ত, অপু চৌধুরী, অভি ওসমান, অমিত বড়ুয়া, অরুণ শীল, আখতারুল ইসলাম, আখতার হুসেন, আজিজ রাহমান, আজিজা রূপা, আনজানা ডালিয়া, আনজীর লিটন, আনন্দ মোহন রক্ষিত, আনোয়ারুল হক নূরী, আ ফ ম মোদাচ্ছের আলী, আবু মুসা চৌধুরী, আমানউদ্দীন আবদুল্লাহ, আমীরুল ইসলাম, আলমগীর শিপন, আসলাম সানী, আহমদ মহিউদ্দিন শিবলী, ইফতেখার মারুফ, ইলিয়াছ হোসেন, ইসমাইল জসীম, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, এয়াকুব সৈয়দ, ওবায়দুল সমীর, ওমর কায়সার, কল্যাণ বড়ুয়া, কাজী জাহাঙ্গীর, কাজী মুহাম্মদ রোকনুজ্জামান, কাজী শামসুল আহসান খোকন, কাঞ্চনা চক্রবর্তী, কানিজ ফাতিমা, কাসেম আলী রানা, কুতুবউদ্দিন বখতেয়ার, কেশব জিপসী, কোহিনুর আকতার, খালেছা খানম, গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, গৌরী প্রভা দাশ, জসিম উদ্দিন খান, জায়তুন্নেছা জেবু, জাহানারা মুন্নী, জিন্নাহ চৌধুরী, জেবারুত সাফিনা, টুম্পা ভট্টাচার্য, ডা. প্রণব কুমার চৌধুরী, তপংকর চক্রবর্তী, তসলিম খাঁ, তানভির হাসান বিপ্লব, তারিফা হায়দার, দীপালী ভট্টাচার্য, দীপান্বিতা চৌধুরী, দুলাল বড়ুয়া, নজরুল জাহান, নাছিম আখতার রিনা, নাজিম উদ্দিন, নাটু বিকাশ বড়ুয়া, নাদিরা খানম, নান্টু বড়ুয়া, নাসিমা হক মুক্তা, নিশাত হাসিনা শিরিন, নুরুন্নাহার ডলি, নূর উদ্দীন, নূরনাহার নিপা, পিংকু দাশ, প্রদ্যোত কুমার বড়ুয়া, প্রিয়াংকা সরকার, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, ফেরদৌস আরা রীনু, বনশ্রী বড়ুয়া রুমি, বাসুদেব খাস্তগীর, বিচিত্রা সেন, বিজনকান্তি বণিক, বিপ্রতীপ অপু, বিবেকানন্দ বিশ্বাস, বিভা ইন্দু, বিশ্বজিত বড়ুয়া, বিশ্বজিৎ সেন, মনজুর আহমেদ, মর্জিনা আখতার, মর্জিনা হক চৌধুরী পপি, মল্লিকা বড়ুয়া, মামুন সরওয়ার, মালেক মাহমুদ, মিজানুর রহমান শামীম, মিনহাজুল ইসলাম মাসুম, মিলন বনিক, মুক্তা রানী দেবী, মেহেরুননেসা রশিদ, মোহিনী সংগীতা সিংহ, মৃণালিনী চক্রবর্তী, রফিক আহমদ খান, রহমান রনি, রহীম শাহ, রায়হানা হাসিব, রাশেদ রউফ, রাসু বড়ুয়া, রিফাত ফাতিমা তানসি, রুকুন-উদ-দৌলা সোহেল, রুনা তাসমিনা, রূপক কুমার রক্ষিত, রেহেনা আকতার, রেহেনা মাহমুদ, রোকেয়া হক, লিটন কুমার চৌধুরী, লিপি বড়ুয়া, শওকত আলী সুজন, শফিকুল আলম সবুজ, শরণংকর বড়ুয়া, শামীম হাসান, শামীম ফাতেমা মুন্নী, শারুদ নিজাম, শাহিদা আয়শা, শিউলী নাথ, শিপ্রা দাশ, শিবুকান্তি দাশ, শিরিন আফরোজ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, সজল দাশ, সনজিত দে, স ম শামসুল আলম, সরওয়ার আরমান, সাইফুল্লাহ্ কায়সার, সাঈদুল আরেফীন, সাজিদ মোহন, সালাম সৌরভ, সুজন বড়ুয়া, সুপ্রতিম বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, সুমি দাশ, সুলতানা নুরজাহান রোজী, সেলিম তালুকদার আকাশ, সেলিম সোলায়মান, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দা সেলিমা আকতার, সোমা মুৎসুদ্দী, সৌরভ শাখাওয়াত, হাসনাত আমজাদ, হৈমন্তী তালুকদার, হোসাইন মোস্তফা, আমিনুর রশীদ কাদেরী, নেছার আহমদ, কাজী রুনু বিলকিস, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ মাজহারুল হক, মুহাম্মদ মহসীন চৌধুরী, পরিমল ধর, এসএম আবদুল আজিজ, জাহাঙ্গীর মিঞা, সৈয়দা রিফাত আকতার নিশু, এম কামাল উদ্দিন, মোহাম্মদ জহির, রেজাউল করিম, নিজামুল ইসলাম সরফী, এস এম মোখলেসুর রহমান, ফারজানা আজিম, আরিফ রায়হান, সাইয়েদা জয়নাব শিউলি, প্রদীপ ভট্টাচার্য, লালন কান্তি দাশ, শেখ বিবি কাউসার, বরুণ কুমার আচার্য, অর্চনা রানী আচার্য, মনিরুল আনোয়ার, ফোরকান আবু, রহীম শাহ, রায়হানা হাসিব, রাশেদ রউফ, রাসু বড়ুয়া, রিফাত ফাতিমা তানসি, রুকুন-উদ-দৌলা সোহেল, রুনা তাসমিনা, রূপক কুমার রক্ষিত, রেহেনা আকতার, রেহেনা মাহমুদ, রোকেয়া হক, লিটন কুমার চৌধুরী, লিপি বড়ুয়া, শওকত আলী সুজন, শফিকুল আলম সবুজ, শরণংকর বড়ুয়া, শামীম হাসান, শামীম ফাতেমা মুন্নী, শারুদ নিজাম, শাহিদা আয়শা, শিউলী নাথ, শিপ্রা দাশ, শিবুকান্তি দাশ, শিরিন আফরোজ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, সজল দাশ, সনজিত দে, স ম শামসুল আলম, সরওয়ার আরমান, সাইফুল্লাহ্ কায়সার, সাঈদুল আরেফীন, সাজিদ মোহন, সালাম সৌরভ, সুজন বড়ুয়া, সুপ্রতিম বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, সুমি দাশ, সুলতানা নুরজাহান রোজী, সেলিম তালুকদার আকাশ, সেলিম সোলায়মান, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দা সেলিমা আকতার, সোমা মুৎসুদ্দী, সৌরভ শাখাওয়াত, হাসনাত আমজাদ, হৈমন্তী তালুকদার, হোসাইন মোস্তফা, আমিনুর রশীদ কাদেরী, নেছার আহমদ, কাজী রুনু বিলকিস, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ মাজহারুল হক, মুহাম্মদ মহসীন চৌধুরী, পরিমল ধর, এসএম আবদুল আজিজ, জাহাঙ্গীর মিঞা, সৈয়দা রিফাত আকতার নিশু প্রমুখ।