দিন দিন বেড়েই চলেছে শিশুশ্রম। দেশে শিশুশ্রম নিষিদ্ধ হলেও আইনের প্রয়োগের অভাবে তা বন্ধ হচ্ছে না। যে বয়সে শিশুদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে তারা জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। তারা নিজেরাও জানে না তাদের ভবিষ্যৎ জীবন কতটা নিষ্ঠুর হতে চলেছে। পারিবারিক সমস্যা বা বাস্তবতার বলি হয়ে শিশুরা জড়াচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে আর মালিক পক্ষ এই সুযোগ কাজে লাগিয়ে কম বেতনে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দিচ্ছে। শিশুশ্রমের করুণ চিত্র দেখা যায় হোটেল, মোটেল, লঞ্চ, বাস, ইটভাটা, মোটর গ্যারেজ, অ্যালুমিনিয়াম কারখানা, কল-কারখানা, ব্যাটারি নির্মাণ কারখানা, প্লাস্টিক কারখানা, বাসাবাড়ি, বেকারিসহ বিভিন্ন কল-কারখানায়। অমানবিক এই শিশুশ্রম বন্ধে আইনের যথাযথ প্রয়োগ আবশ্যক। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
আল-আমিন আহমেদ, শিক্ষার্থী, মৌলভীবাজার সরকারি কলেজ।