শিশুরা প্রথমে আদব আখলাক শিখে পরিবার থেকে

আল-রেযা ইসলামী একাডেমীর অনুষ্ঠানে এড. বখতিয়ার

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৪ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ এর মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার বলেছেন, শিক্ষার সাথে আদব আখলাক ও বিনয় না থাকলে সেই শিক্ষায় কখনো সুশিক্ষিত জাতি হিসেবে গঠন হবে না। এসবের অনুপস্থিতিতে আজ সন্ত্রাস দুর্নীতি অনিয়ম শিক্ষিত ব্যক্তিদের কাছে লক্ষণীয়। তবে শিশুরা প্রথমে বিনয় আদব আখলাখ শিখে পরিবার থেকে। শুরুতেই শিশুদের ন্যায়নীতি ও আদব শিখানো হলে তাদের মাধ্যমে আদর্শিক জাতি গঠন সহজ হবে।

গত বৃহস্পতিবার চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা আলরেযা ইসলামী মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সালানা জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবি মুহাম্মদ সোহেল চৌধুরী। একাডেমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইমাম হুসাইন কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র সহকারী মোয়াল্লিম মাওলানা গিয়াস উদ্দিন, তারেকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষিকা উম্মে কুলসুম মুন্নি, নাদিয়া সুলতানা, নূরানি মুয়াল্লিম মুহাম্মদ ইউনুস, সহকারী শিক্ষিক জহিরুল ইসলাম, রনি আকতার, সহকারী শিক্ষিকা ফাহামিদা হক্বসহ একাডেমী পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম খান, সদস্য জামশেদুল আলম সুমন প্রমুখ। শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষর্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধর‌্যানকন এর ‘গ্রিনউড’ প্রকল্প হস্তান্তর
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে কাজী বেলাল উদ্দিন-আলতাফ পরিষদের সাক্ষাৎ