শিশুদের নিয়ে বাজারে, ১২ মা-বাবার জরিমানা

আজাদী অনলাইন | বুধবার , ৫ মে, ২০২১ at ৭:৪৭ অপরাহ্ণ

করোনা মহামারীর মধ্যে গাজীপুরের কাপাসিয়ায় শিশুদের নিয়ে কেনা-কাটা করতে যাওয়া ১২ জন মা-বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৫ মে) বিকালে কাপাসিয়া ইউএনও মোসা. ইসমত আরা এ ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী হাকিম মোসা. ইসমত আরা বলেন, “বিকালে কাপাসিয়া বাজারে গিয়ে দেখা গেছে করোনা মহামারীকালে অনেক বাবা-মা তাদের দুধের বাচ্চা ছাড়াও কম বয়সী শিশুদের নিয়ে ঈদের কেনা-কাটা করতে যান। এই সময় শিশুদের মাস্কও পরানো হয়নি।”
তিনি বলেন, “তাদের ১২ জনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলা দেওয়া হয় এবং পাঁচ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।”
ইউএনও ইসমত আরা আরো বলেন, “যেখানে সরকার করোনাভাইরাস মহামারীকালে সংক্রমণ রোধে শিশুসহ সকল শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সেখানে স্বাস্থ্যবিধি না মেনে শিশুদের নিয়ে বাজারে যান তাদের বাবা-মা-অভিভাবকরা। তাদের সতর্ক করতেই এ জরিমানা করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক চকরিয়ায় গ্রেফতার
পরবর্তী নিবন্ধদোহাজারীতে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১, মাইক্রোবাস জব্দ