মীরসরাইয়ের জোরারগঞ্জে শিশু ছাত্রকে বেড়ধক পিটুনির দায়ে এক মাদ্রাসা শিক্ষককে চাকরিচ্যুত করে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জোরারগঞ্জ ইউনিয়নের ইমামপুর দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসায়। আটক শিক্ষকের নাম মৌলভী আমজাদ হোসেন।
জানা যায়, শিশু ছাত্র আব্দুল আল নাঈমকে (৯) শিক্ষকের নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল আলম ও ইউপি সদস্য গতকাল শনিবার সন্ধ্যায় ওই মাদ্রাসায় উপস্থিত হন। তারা শিশুটির শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের চিহ্ন দেখতে পেয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে আটক করেন। উপস্থিত নির্বাহী কর্মকর্তা উক্ত শিক্ষককে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।