নগরীর সরদঘাটের পশ্চিম মাদারবাড়ি এলাকায় এক শিশুকে ধর্ষণের মামলায় জাকির হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই সময়ে অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে তাকে ১০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
জাকির হোসেন পশ্চিম মাদারবাড়ির ঠান্ডা মিয়া কলোনির হাজি ঠান্ডা মিয়ার ছেলে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, একা পেয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে আসামি। এ কাজের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই সময়ে ৭ বছরের অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৫ সালের ৮ মার্চ এক শিশুকে ধর্ষণ ও অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটে। এ ঘটনায় এক শিশুর পরিবারের পক্ষ থেকে সদরঘাট থানায় মামলাটি দায়ের হয়। পরে তদন্ত কর্মকর্তা কর্তৃক আদালতে চার্জশিট দাখিল হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন।












