শিল্প কারখানা থেকে শুরু করে প্রতিটি স্তরে প্রভাব পড়বে

এম মাহাবুব চৌধুরী

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এম মাহাবুব চৌধুরী বলেন, প্রতি লিটার ডিজেলে সরকার ১৫ টাকা বাড়িয়েছে। এটি দুই ভাগ কিংবা তিন ভাগে বৃদ্ধি করতে পারতো। কারণ আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে তো দুই তিন মাস লেগে যাওয়ার কথা। এখন সবগুলো শিল্প কারখানা থেকে শুরু করে প্রতিটি স্তরে প্রভাব পড়বে। বিশেষ করে পরিবহন খাতে ব্যয় বাড়বে। পরিবহন ব্যয় বাড়লে পণ্যের দামের সাথে যুক্ত হবে। কেউ তো আর লোকসান দিয়ে পণ্য বিক্রি করবে না। তবে আমরা শুনে আসছি সরকার দীর্ঘদিন ধরে ডিজেলে ভর্তুকি দিয়ে আসছে। তাই এখন লোকসান কমাতে ডিজেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এই দাম বৃদ্ধিতে আমি একটি ইতিবাচক দিক দেখছি-কারণ প্রতি লিটার ১৫ টাকা বাড়িয়ে সরকার ৮০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু আমাদের দাম বৃদ্ধির দিন প্রতিবেশি দেশ ভারত দাম কমানোর পরেও তাদের ডিজেলের দাম আমাদের থেকে বেশি। ডিজেলের দামের পার্থক্য বেশি হলে চোরাইপথে ভারতে পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও সার্বিক দিক
বিবেচনায় এই মুহূর্তে ডিজেলের দাম হঠাৎ করে লিটারে ১৫ টাকা বৃদ্ধি করাটা যুক্তিযুক্ত মনে করি না।

পূর্ববর্তী নিবন্ধদাম বৃদ্ধিতে সরকারের আরো সময় নেওয়ার দরকার ছিল
পরবর্তী নিবন্ধধীরে ধীরে ডিজেলের দাম বাড়ানো উচিত ছিল