দাম বৃদ্ধিতে সরকারের আরো সময় নেওয়ার দরকার ছিল

টিপু সুলতান শিকদার

| শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জুনিয়র চেম্বার সভাপতি টিপু সুলতান শিকদার বলেন, ডিজেলের দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকারকে আরো অন্তত ছয় মাস থেকে এক বছর সময় নেওয়ার দরকার ছিল। কারণ ডিজেলের দাম বৃদ্ধির সাথে অনেকগুলো শিল্পখাতের সম্পর্ক রয়েছে। সরকার ডিজেলে এখন পর্যন্ত ৭ হাজার কোটি টাকার বেশি ভর্তুুকি দিয়েছে বলে শুনেছি। এখন ডিজেলের এই দাম বৃদ্ধির কারণে গণপরিবহন, পণ্য পরিবহন ও কারখানার উৎপাদনশীলতার ব্যয় বাড়তে পারে। কৃষি অর্থনীতিতে ডিজেলের ব্যবহার হয়ে থাকে। কৃষিতে এর প্রভাব পড়বে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভোগ্যপণ্যের বাজারে। ডিজেলের দাম বৃদ্ধিতে ট্রাক-কাভার্ড ভ্যানের ভাড়া বাড়বে। ফলে পণ্যের দামের সাথে এই বাড়তি ব্যয়ও যুক্ত হবে। দেশের বাজারে গত কয়েক মাস ধরে ডলারের মূল্য চড়া। ডলারের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় পণ্যের দাম বৃদ্ধির কারণে বর্তমানে ভোগ্যপণ্যের বাজারে অস্থির অবস্থা বিরাজ করছে।

আমাদের দাম বৃদ্ধির সময়ে কিন্তু ভারত ডিজেল ও পেট্রোলের দাম কমিয়েছে। সাধারণ ভোক্তাদের কথা চিন্তা করেই কিন্তু তারা দাম কমিয়ে দিয়েছে। এটি অর্থনীতির জন্য ভালো দিক। আমাদেরও ওই পথে হাঁটা উচিত।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের বাজার আরো বেড়ে যাবে
পরবর্তী নিবন্ধশিল্প কারখানা থেকে শুরু করে প্রতিটি স্তরে প্রভাব পড়বে