শিল্প উন্নয়নে সকল কলকারখানায় গবেষণা কেন্দ্র প্রয়োজন

আইইবির সেমিনারে ইউএসটিসির উপাচার্য

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে নন-ডেসট্রাকটিভ টেস্টিং: টেকনিক এডভান্সমেন্ট রিসেন্ট ট্রেন্ডস ইন ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড ইঞ্জিনিয়ারিং এপ্লিকেশন শীর্ষক সেমিনার গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী মো. সানাউল রাব্বী। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে ও কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ।
ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের লক্ষে শিল্প কলকারখানায় ও চুয়েটসহ সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক স্থাপন প্রয়োজন। এছাড়া তিনি সকল শিল্প কলকারখানায় পাবলিক ও প্রাইভেট প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে শিল্প মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য আইইবির প্রতি আহ্বান জানান।
মূল প্রবন্ধ উপস্থাপন করে ড. প্রকৌশলী মো. সানাউল রাব্বী বলেন, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি শিল্প কলকারখানা। শিল্প কলকারখানায় যত উৎপাদন বাড়বে দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। তিনি নির্ভরযোগ্য ও নিরাপদভাবে পরিচালনার জন্য নিয়মিত কলকারখানায় ব্যবহৃত স্থাপনা, মেশিনারিজ ও সকল উপকরণের সক্ষমতা নির্দিষ্ট সময়ের পূর্বে পরীক্ষা করার উপর গুরুত্বারোপ করেন। প্রকৌশলী মোহাং আবুল হাশেম, প্রকৌশলী এস এম শামসুদ্দিন খালেদ, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম ও প্রকৌশলী এনামুল হক প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করেন। মূল প্রবন্ধকার মোহাম্মদ আমীন প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং পরামর্শ সম্পর্কে তাঁর অভিমত তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটান তারা
পরবর্তী নিবন্ধস্বপ্ন নন-সার্জিক্যাল হার্ট ট্রিটমেন্ট হাসপাতাল গড়ে তোলা