স্বপ্ন নন-সার্জিক্যাল হার্ট ট্রিটমেন্ট হাসপাতাল গড়ে তোলা

সাওলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

বিশ্বের সর্ববৃহৎ নন-সার্জিক্যাল চেইন হার্ট কেয়ার সেন্টার সাওল হার্ট সেন্টারের বাংলাদেশ শাখার ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গতকাল রোববার। এ উপলক্ষে সাওলের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখায় ৮-১০ জানুয়ারি ৩ দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা পরামর্শ দেয়া হচ্ছে। অনুষ্ঠান উদ্বোধন করেন সাওল হার্ট সেন্টার (বিডি) লি. এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোহন রায়হান। তিনি বলেন, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে হৃদরোগে আক্রান্ত হয়ে। হৃদরোগের অন্যতম কারণ অনিয়ন্ত্রিত জীবনধারা, খাদ্যাভ্যাস এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ। সাওল হার্ট সেন্টার (বিডি) লি. বিগত ১৩ বছর যাবৎ হৃদরোগ চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি ইইসিপি মেশিন এবং খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগ প্রতিকার ও প্রতিরোধের চিকিৎসাসেবা দিয়ে আসছে। এছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও মানসিক চাপের মতন ঘাতক রোগ নিয়ন্ত্রণে রাখার সুচিকিৎসা দিয়ে থাকে। তিনি বলেন, এখন আমাদের স্বপ্ন বাংলাদেশে পূর্ণাঙ্গ নন-সার্জিক্যাল হার্ট ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল হাসপাতাল ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাওল হার্ট সেন্টার (বিডি) লি. এর প্রধান সমন্বয়ক মিস কাজল কথা, সিনিয়র কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ ইমন।

পূর্ববর্তী নিবন্ধশিল্প উন্নয়নে সকল কলকারখানায় গবেষণা কেন্দ্র প্রয়োজন
পরবর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে সম্ভব সব কিছু করা হয়েছে : ফজলে করিম