শিল্পকলায় ‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং একাত্তরের জননী রমা চৌধুরীর (১৯৪১-২০১৮) জীবনসংগ্রাম এই নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। কবি, সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরীর ‘পাথরের মূর্তির মতো’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহেদুল আলম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ্রা বিশ্বাস, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, সায়মা জান্নাত, মাশরুর আহমেদ দ্বীপ ও রাবেয়া জামান এঞ্জেলা। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পক সুচরিত চৌধুরী, আবহ পরিকল্পক ডা. দীপংকর দে, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্‌ আলম, রূপসজ্জায় শাহীনূূর সরোয়ার এবং নৃত্য পরিকল্পক হেমা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনামুক্ত হয়ে ‘বিগ বি’র কাজে ফেরা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রথম লক্ষ্য মালদ্বীপ, পাকিস্তান