বাংলাদেশের প্রথম লক্ষ্য মালদ্বীপ, পাকিস্তান

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

নেপালের কাঠমান্ডুতে আগামী ৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। আগের পাঁচ আসরের সবগুলোতেই চ্যাম্পিয়ন ভারত। চারবার রানার্স আপ নেপাল। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশ, সেবার ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছিল তারা। গ্রুপ পর্বেই এবার ভারতের সঙ্গে দেখা হবে বাংলাদেশের। ‘এ’ গ্রুপের বাকি দুই দল মালদ্বীপ ও পাকিস্তান। ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ দল। পরের দুই ম্যাচ ১০ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন আপাতত মালদ্বীপ ও পাকিস্তানের ম্যাচের ছক কষছেন। বললেন, মালদ্বীপ ও পাকিস্তানকেই হারানোই প্রাথমিক লক্ষ্য তার। এরপর ভাববেন বাকিদের নিয়ে। ‘সেমি-ফাইনাল খেলতে হলে শুরুর দুই ম্যাচ গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে আমরা আপাতত মনোযোগ দিচ্ছি। যখন আমরা সেমিতে যাব, সেটা নিয়ে তো আমাদের পরিকল্পনা আছেই, সেটা তখন পুরোপুরি বাস্তবায়ন করব। ট্রেনিংয়েও আমাদের সেটা নিয়ে কাজ হয়েছে। আপাতত আমরা মালদ্বীপ ও পাকিস্তান ম্যাচ নিয়ে কাজ করছি।’ তিনি বলেন, ‘সূচি ঘোষণার পর ৬ সপ্তাহ অনুশীলন করেছি। মেয়েরা মাঠে এবং জিমে কঠিন অনুশীলনের মধ্যে ছিল। প্রতিদিন তাদের যে হার্ড ওয়ার্কের রুটিন ছিল, সেটা পালন করেছে। মালয়েশিয়ার বিপক্ষে যে দুটো ম্যাচ আমরা খেলেছিলাম, সেখানে আমাদের যে শক্তি, দুর্বলতা ছিল, তা নিয়ে মূলত কাজ করেছি। আমি মনে করি, মেয়েরা এই টুর্নামন্টের জন্য তৈরি। প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, জয় দিয়ে প্রথম ম্যাচ শুরু করব।’

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ‘শেখ মুজিবের মেয়ে’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন
পরবর্তী নিবন্ধপটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটি গঠিত