আজ শুক্রবার বর্ণাঢ্য র্যালি, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হচ্ছে দেশের স্বনামধন্য নাট্য সংগঠন প্রতিনিধি নাট্যসম্প্রদায়ের সপ্তাহব্যাপী নাট্য উৎসব। ‘দ্রোহে প্রেমে সংগ্রামে, এসো নাটকের প্রাঙ্গণে’– এ স্লোগানে নাট্য উৎসবে আমন্ত্রিত দলের নাটক–ভাগের মানুষ (সময় ঢাকা), পারাপার (দেশ নাটক ঢাকা), অপেক্ষা (প্রতিনিধি নাট্য সম্প্রদায়), উজানে মৃত্যু (পালাকার ঢাকা), আরশোলা, নানা রঙের দিন ও শরতের মেঘ (চারুনীড়ম থিয়েটার ঢাকা), বীরাঙ্গনার বয়ান (শব্দ নাট্যচর্চা কেন্দ্র), পুণ্যাহ (নাট্য কেন্দ্র ঢাকা)।
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিনিধি নাট্য সম্প্রদায় সুনাম ও গৌরবের সাথে পার করেছে ৪৩টি বছর। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এ সংগঠনটি প্রতিষ্ঠার ৪৩ বছরে ইতোমধ্যে অনেক দর্শকনন্দিত, সফল নাটক উপহার দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক, স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রধান অতিথি দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব. ম হামিদ, বিশেষ অতিথি নাট্যজন আকতারুজ্জামান, খালেদ খেলাল, মোসলেম উদ্দিন শিকদার, সাইফুল আলম বাবু এবং খোরশেদুল আলম।
জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক নাট্যজন হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাপনী দিনে অতিথি থাকবেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী, নাট্যজন রবিউল আলম, ম. সাইফুল আলম চৌধুরী, সঞ্জীব বড়ুয়া। সঞ্চালনায় থাকবেন, প্রতিনিধির সিনিয়র সদস্য লেখক দিলরুবা খানম। দেশের স্বনামধন্য ৮টি আমন্ত্রিত নাট্যদল সেরা নাটক মঞ্চায়ন করবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলনায়তনে নাটক সন্ধ্যা ৭টা থেকে। সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানিয়েছেন প্রতিনিধি নাট্যোৎসবের উৎসবের আহ্বায়ক হাসান জাহাঙ্গীর, সদস্য সচিব রানা রক্ষিত। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে মান্নান হীরা রচিত, আলী যাকের নির্দেশিত ‘সময় ঢাকা’ প্রযোজিত নাটক ‘ভাগের মানুষ।’ প্রেস বিজ্ঞপ্তি।