সীতাকুণ্ডে এসএন কর্পোরেশন নামের শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও মো. বরকত উল্লাহ (২৩)। গতকাল শনিবার সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে এ ঘটনায় মারা গেলেন পাঁচজন।
জানা যায়, নিহত জাহাঙ্গীর পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আবেদ আলী হাওলাদারের সন্তান। অন্যদিকে পটিয়ার সন্তান বরকত উল্লাহর বাবার নাম আইয়ুব আলী। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীতাকুণ্ডে বিস্ফোরণে দগ্ধ জাহাঙ্গীর ও বরকত উল্লাহ আজ (গতকাল) সকালে মারা গেছেন। জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ ও বরকত উল্লাহর ৬০ শতাংশ দগ্ধ ছিল। ডা. তরিকুল জানান, বর্তমানে আনোয়ার হোসেন এবং জাহাঙ্গীর হোসেন ২৫ শতাংশ ও আবুল কাশেম ৮০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন কর্পোরেশন নামের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।