শিক্ষা বিস্তারে মনিরুজ্জামান ইসলামাবাদীর ভূমিকা অনন্য

আলোচনা সভায় বক্তারা

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লেখক গাজী ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় প্রাক্তন সমিতির সংগঠক আকতার ফারুক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য খোরশেদ আলম, সাংবাদিক ছড়াকার সৈয়দ শিবলী ছাদেক কফিল ও ইসলামাবাদী গবেষক আকাশ ইকবাল। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু ইউসুফ চৌধুরী, টিপু সুলতান, জাহেদুল ইসলাম, নাজিম উদ্দীন প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোছলেহ উদ্দীন। অনুষ্ঠান সঞ্চলনা করেন শিক্ষক রবিউল ইসলাম। সভায় বক্তারা বলেছেন, শিক্ষা বিস্তারে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ভূমিকা অনন্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধমেডিকেল শিক্ষার্থীদের ধূমপান বিরোধী ক্যাম্পেইন