‘শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই’

বাকবিশিসের সাধারণ সভা

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), চট্টগ্রামের সাধারণ সভা গত ১৭ এপ্রিল এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাকবিশিস, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিকের সঞ্চালনায় ও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আফছারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রফেসর রনজিত দে, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আকতার, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, অধ্যাপিকা হামিদা বেগম, অধ্যাপক সাইফুদ্দিন মো. মোরশেদ, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন ড. গনেশ চন্দ্র রায়, অধ্যক্ষ মো. রফিক উদ্দিন, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, অধ্যাপক অশোক সাহা, অধ্যাপক কানাই দাশ, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসাইন, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক অসীম চক্রবর্তী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসেও শিক্ষকদের দাবি আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে হয় যা লজ্জার। নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহামলার ৩ দিন পর সাংবাদিক ছফওয়ানের বিরুদ্ধে পাল্টা মামলা
পরবর্তী নিবন্ধইনার হুইল ক্লাবের হুইল চেয়ার দান