শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেল ১২ হাজার পরিবার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম৯ আসনের অন্তর্গত ১৪টি ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলরের মাধ্যমে ১২ হাজার পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করেছেন।

প্রতিটি প্যাকেটে আছে ৫ কেজি চাল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি কন্ডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি লবন। নগরীর জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গত ২৪ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৪ ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে এসব উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে সেই নির্দেশনা মতে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকোরআনের প্রতিটি আয়াত অর্থ সহকারে পড়ার তাগিদ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ‘স্মার্ট বাংলাদেশ’ নিয়ে পোস্টার প্রদর্শনী