সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী টেকসই, আধুনিক, পরিবেশ–বান্ধব ও দৃষ্টিনন্দন শিক্ষা অবকাঠামো নির্মাণ করে চলেছে সরকার । যাতে শিক্ষার্থীরা একটি উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করে প্রতিযোগিতা–পূর্ণ বিশ্বের সাথে সঙ্গতি রেখে প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। সরকার শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে অভাবনীয় অগ্রগতি সাধন করেছে। নান্দনিক ভবন নির্মাণ, আধুনিক ক্লাসরুমসহ অন্যান্য ভৌত অবকাঠামোন নির্মাণে বিপ্লব সৃষ্টি করেছে সরকার।
তিনি গতকাল শনিবার সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এম এ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ নেতা নুরুল আবছার চৌধুরী, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ লিটন, জেলা পরিষদের সদস্য এরফানুল করিম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসির আরফাত, ছদাহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম মানিক, মহিউদ্দিন, মমতাজ বেগম, নার্গিস আক্তার মুন্নী, হামিদা বেগম, চম্পা দে আব্দুর রহিম জয়, সাধারণ সম্পাদ বী, জিনিয়া রহমান, সুলেখা বড়ুয়া, শারমিন আক্তার, মনজুর আলম, আব্দুল মান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।