চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার মানোন্নয়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগ ও প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। তিনি গতকাল সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত হালিশহর আহমদ মিয়া সি.ক. বালিকা উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি স্কুল এন্ড কলেজ ও দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের নবগঠিত গভর্নিং বডির সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। এজন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে চসিক ধারাবাহিকভাবে কাজ করে যাবে।সভায় তিনটি প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যরা শিক্ষার মানোন্নয়নে নানা প্রস্তাব তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন এম.এ আজিজ, মোহাম্মদ হানিফ, মো. কামাল, মো. কামাল উদ্দিন, শাহেদা খানম, তন্দ্রা সাহা, স্বদেশ বড়ুয়া, মো. শাহাদাৎ হোসাইন, মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ হাসান রুবেল, রোকসানা বেগম, মো. মহিউদ্দিন, দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার বেগম।