শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে

ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে ব্যারিস্টার আনিস এমপি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত সোমবার হাটহাজারীর ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী, পৌর প্রশাসক মনজুরুল আলম চৌধুরী, মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, বজল হক, সাইদুল হক সুমন, এম এ খালেদ চৌধুরী, মোহাম্মদ হাসান প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, মেখল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, মির্জাপুর চেয়ারম্যান সুমন খান। অনুষ্ঠান শেষে আনিসুল ইসলাম মাহমুদ এমপিসহ অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

পরে সাংসদ হাটহাজারীতে যানযট নিরসনে কল্পে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান ও ওসি মো. মনিরুজ্জামান ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখোকা থেকে জাতির জনক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কেটে সাবাড়