আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পরিচালক মো. সারোয়ার আলম শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্বশীল হয়ে পাঠদানের অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন আলহাজ্ব মোস্তফা হাকিম ফাউন্ডেশন শিক্ষার গুণগত মানোন্নয়ন নিশ্চিতে এই করোনাকালেও আপনাদের মাসিক বেতন চলমান রেখেছে। তাই আমাদের মত আপনাদেরও পাঠদান ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আরো মনোযোগী হওয়া উচিত। তিনি গতকাল রোববার সকালে ছোট দারোগার হাট তাহের-মনজুর কলেজের শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠানের সদ্য সাবেক অধ্যক্ষের বিদায় ও নতুন অধ্যক্ষের বরণ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. বাদশা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২ নম্বর বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, নতুন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান চৌধুরী রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।