দক্ষিণ রাউজানের নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছেন রাউজানের সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
গত শনিবার এই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাউজানে শিক্ষার উন্নয়নে সম্ভব সব কিছু করা হয়েছে। এখন দরকার শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করা।
বিদ্যালয়ের দাতা সদস্য ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুুহাম্মদ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুুল্লাহ আল হারুন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া, নোয়াপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি এস এইচ এম মহসসিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর আহমেদ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন প্রমুখ।