শিক্ষার্থী ঝরে পড়া রোধে চাই কার্যকর পদক্ষেপ

লালন কান্তি দাশ | বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৫:০৮ পূর্বাহ্ণ

কিছুটা ঝুঁকি থাকলেও অবশেষে দীর্ঘ ১৭ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলো। আশাকরি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণের মধ্য দিয়ে শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও আনন্দ -উচ্ছ্বাস জানান দেয়, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে তারা কতটা উদগ্রীব ছিল। সবার প্রত্যাশা করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পাশাপাশি শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে এমন ইতিবাচক খবরের মধ্যে ও কিছু বিষয় সবাইকে ভাবিয়ে তোলে। করোনা মহামারির কারণে অনেকে কাজ হারিয়েছেন। অনেক মানুষের অর্থ আয়ের উৎস সংকুচিত হয়েছে। ফলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। অভাবের সাথে লড়াইয়ে টিকে থাকতে না পেরে এসব পরিবারের নানা স্তরের শিক্ষার্থীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। শিশুশ্রম ও বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। কাজেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে না-একথা নিশ্চিতভাবেই বলা যায়। বলাবাহুল্য করোনা মহামারি আরো ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হলে ঝরে পড়ার এ হার আরো বাড়বে। ফলে বিনামূল্যে বই বিতরণ, মিড ডে মিল, উপবৃত্তি প্রদান সহ নানামুখী কার্যকর উদ্যোগের কারণে বিগত কয়েক বছরে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকারের যে সাফল্য, তা অনেকাংশে পিছিয়ে যাবে। দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এসব শিক্ষার্থীদের চিহ্নিত করে বিদ্যাপীঠে ফিরিয়ে আনা জরুরি। এক্ষেত্রে শতভাগ সাফল্য আশা করা যায় না। তবে নতুন করে শিক্ষার্থী ঝরে পড়ার হার যাতে না বাড়ে, সেদিকে দৃষ্টি দেয়া দরকার। এ লক্ষ্যে প্রয়োজন সুষ্ঠ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। ব্যাপক প্রচারণা, অভিভাবকদের সচেতন করা, ক্ষতিগ্রস্তদের এককালীন আর্থিক অনুদান, সহজ শর্তে শিক্ষা ঋণ প্রদান, উপবৃত্তির পরিসর ও টাকার পরিমাণ বৃদ্ধি সহ পূর্ব থেকে বিদ্যমান সুবিধাগুলো জোরদার করা হলে, তা ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিরে আনতে ও নতুন করে ঝরে পড়া রোধে সহায়ক হতে পারে। এছাড়া সামাজিক বৈষম্য কমিয়ে আনা এবং শিক্ষাকে আকর্ষণীয় করে শিক্ষার্থীদের নিকট উপস্থাপন গেলে তা ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করতেই হবে। শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকানাইলাল দত্ত : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক
পরবর্তী নিবন্ধমেধার জোরেই টিকে থাকুক আমাদের তরুণরা