শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিক্ষার্থীদের নবীন বরণ

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি শিক্ষার্থীদের নবীন বরণ গতকাল শনিবার এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইডিইবির চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাফর আহমেদ সাদিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষক অধ্যাপক বিপ্লব বড়ুয়া, শিক্ষানুরাগী ফারহানা কবির প্রমুখ। প্রধান অতিথি বলেন, এনআইটি অত্যন্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। এতে নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। শিক্ষার্থীদেরকে প্রায় ১৩ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাথ সমিতির শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা
পরবর্তী নিবন্ধজেএমসেন হলে কাল থেকে বাসন্তী পূজা উৎসব শুরু