নাথ সমিতির শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ নাথ সমিতির উদ্যোগে নতুন কমিটির অভিষেক, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ২৪ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ। অনুষ্ঠানে শপথ পাঠ করান প্রধান অতিথি কাজল দেবনাথ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া দ্বিতীয় পর্বে ২৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। প্রায় ১০০জন শিক্ষার্থীকে এসএসসি, এইচএসসি ও গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে ভালো ফলাফল করার জন্য সম্মাননা হিসেবে সার্টিফিকেট এবং বই প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বিনোদ বিহারি নাথ তাপস। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সাউদার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ও নবগঠিত কমিটির সভাপতি প্রফেসর আশুতোষ নাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ ও সিনিয়র শিক্ষক শিউলি নাথ। সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ননীগোপাল চৌধুরী চঞ্চল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে