‘শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে’

| শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা রাজার পুকুর পাড়স্থ পতেঙ্গা নিউ মডেল পাবলিক স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় স্কুল মাঠে স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ আলম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পতেঙ্গা নিউ মডেল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল ইসলাম রাশেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রথম শ্রেণীর ছাত্র মো. তামিম ও পবিত্র গীতা পাঠ করেন অরিত্র শীল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক মাওলানা এখলাছুর রহমান, পরিচালক মো. ইউসুফ, পরিচালক মঈনুল আলম শিপ্পী। অনুষ্ঠানে বার্ষিক ফলাফল প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। বক্তব্য রাখেন শিক্ষিকা পম্পি রানী শীল, সাবিনা আক্তার, মেহেরিন আক্তার, রাবেয়া আক্তার, হাওলা বেগ, অভিভাবক সদস্য মো. বাদশা, পিংকি আক্তার, নার্গিস আক্তার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পাঠ্যবইয়ের বিজ্ঞান, গণিত ও ইংরেজি শিক্ষায় শিক্ষার্থীদের জোর দিতে হবে। ভালো মনের মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রবন্ধু’১৭ এর মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বহদ্দারহাটে র‌্যালি