পাঁচলাইশ আল রাওয়া ইংলিশ স্কুলের উদ্যোগে মানসম্মত শিক্ষা শীর্ষক সেমিনার গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক প্রফেসর আবদুল হালিম চৌধুরী। চবির প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন অধ্যাপক শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ফোরামের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু তাহের। উপস্থিত ছিলেন একেএম শাহেদুল আলম, মো. নুরুল আবছার, গিয়াসউদ্দিন, অধ্যক্ষ জহুরুল ইসলাম, আলতাফ হোসেন ও আবদুল্লাহ আল মুবিন চৌধুরী। সেমিনারে বক্তারা বলেন শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরিতে কাজ করতে হবে। সঞ্চালনায় ছিলেন শিক্ষক নাজিয়া জাহান ও আসিফ আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।